কিভাবে সিঙ্গেল নেম ফেসবুক আইডি তৈরী করবেন || How to make single name facebook account


আসসালামু-ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স,

তো সবাই কেমন আছেন। আজকে আপনাদের মাঝে একটি টিপ্স & ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। তো টাইটেল দেখেই ৫০% বুঝে গেছেন। আমরা অনেকেই সিঙ্গেল নেম আইডি পছন্দ করি। কিন্ত সিঙ্গেল নেম আইডি বানাতে পারি না।

তো, চলুন মুল টপিক এ

যদি আপনার ফেসবুক আইডি-টির নাম শুধুমাত্র সিঙ্গেল হতো তাহলে কেমন হতো?


যদিও এটি বাংলাদেশ থেকে করা যায় না। তবুও মাথা খাটিয়ে কিছু ট্রিক্স ব্যবহার করলে কেমন হয়, উপরে টাইটেল এর নিচে দেখতে পাচ্ছেন ঠিক ওরকম।

আপনি যদি ফেসবুকে যান এবং Personal And Account Information এ গিয়ে যদি শুধু সিঙ্গেল নাম দিয়ে Review Change এ ক্লিক করেন তাহলে কিন্ত ঠিক এরকম টা আসে এবং বলে You must provide a last name মানে আপনাকে অবশ্যই লাস্ট নেম দিতে হবে। 

[ স্কিন-শোট দেখুন ]


আপনাকে সবার আগে vpn কানেক্ট করতে হবে।
যেহেতু Single Name Facebook Account আমাদের দেশে এ্যালাউ না সেহেতু
অবশ্যই আমাদের VPN / PROXY সহায়তা নিতে হবে।

আপনারা প্লে-স্টোরে গিয়ে ১টি Indonesia VPN ইনস্টল করে নিবেন অথবা আমার দেওয়া VPN ডাউনলোড করে নিয়ে কাজ করবেন।


ডাউনলোড করার পর কিভাবে VPN টি কানেক্ট করবেন?

তো আপনারা VPN অ্যাপ টি ওপেন করবেন। ওপেন করার সময় এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা যে অ্যাপে কাজ করতে চান সে অ্যাপে ক্লিক করবেন।
আমি  যেহেতু ফেসবুক লাইটে কাজ করবো এ-জন্যে আমি ফেসবুক লাইট সিলেক্ট করলাম।
[স্কিন-শোট দেখুন]

তো এখানে ক্লিক করার পর এখানে Default ভাবে United State Country সিলেক্ট করা থাকবে আপনারা More Country তে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো Country সিলেক্ট করতে পারবেন।
[স্কিন-শোট দেখুন]



তো আপনারা More এ ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের মন মতো দেশ সিলেক্ট করবেন।
আমি Search অফশনে গিয়ে Search দিবো Indonesia কেননা আমি Indonesia কানেক্ট করবো।
[স্কিন-শোট দেখুন]

তো দেখুন আমি Indonesia কানেক্ট করবো search করার পর কিন্ত চলে আসছে।
এবার Indonesia লেখার উপর ক্লিক করবো।
ক্লিক করার সময় এরকম ইন্টারফেস আসবে।
আপনারা Free সিলেক্ট করবেন।
[স্কিন-শোট দেখুন]

তো Free তে ক্লিক করার পর Ok লেখা আসবে আপনারা ওকে তে ক্লিক করে দিবেন।
তো এভাবে আপনারা vpn কানেক্ট করতে পারবেন।


তো VPN তো কানেক্ট করা শিখলাম। এখন ফেসবুক আইডির নাম সিঙ্গেল কিভাবে করবো?
 
হ্যাঁ vpn কানেক্ট করা শেষ ধরতে গেলে সম্পুর্ণ কাজ ই শেষ। এখন শুধু নাম পরিবর্তন করা। তো চলে যাবেন Facebook এ। এবং ক্লিক করবেন থ্রী ডট এ,
[স্কিন-শোট দেখুন]


তারপর একটু নিচে আসুন। দেখতে পাবেন Settings নামে ১টা অফশন আছে ওখানে ক্লিক করুন।
[স্কিন-শোট দেখুন]

Settings এ ক্লিক করার পর দেখুন Personal And Account Information এখানে ক্লিক করুন।
[স্কিন-শোট দেখুন]
Personal And Account Information এ ক্লিক করার পর দেখুন Name এবং পাশে দেওয়া আছে Edit তো আপনারা Edit এ ক্লিক করবেন।
[স্কিন-শোট দেখুন]

Edit এ ক্লিক করার পর আপনারা সবার উপরে Fast Name বক্সে আপনাদের পছন্দের সিঙ্গেল নেম দিবেন। পরে Review চেন্জ এ ক্লিক করবেন এবং Password চাইলে আপনারা Password দিয়ে Continue করবেন। অতপর দেখবেন আপনাদের সিঙ্গেল নেম আইডি তৈরী হয়ে গেছে।

যারা পোষ্ট-টি বোঝেন নি তারা Youtube এ গিয়ে ভিডিও দেখতে পারেন। Parvez 360


অথবা নিচে ছবিতে ক্লিক করে ভিডিও দেখতে পারেন।



আজকের জন্য এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।




1 Comments

Post a Comment

Previous Post Next Post