জন্মনিবন্ধন অনলাইন যাচাই করুন।

আসসালামু-ওয়ালাইকুৃ প্রিয় ভিউয়ার্স, সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো টাইটেল এবং নিচে থাম্বলাইন দেখেই বুঝে গেছেন।


তো, চলুন শুরু করা যাক।

জন্মনিবন্ধন কি এবং তা কি কাজে লাগে?

জন্মনিবন্ধন হলোঃ জন্ম মৃত্যু একটি নিবন্ধন আইন। এটা বাংলাদেশের ২০০৪ সালের ২৯ নাম্বার আইন। এই জন্মনিবন্ধনের আওয়তায় একজন মানুষের সকল তথ্য থাকে। 

যেমন☞ নাম,জন্মসাল,বর্তমান ঠিকানা এবং স্থায়ি ঠিকানা,লিঙ্গ,পিতা-মাতার নাম, জাতিয়তা ইত্যাদি। তো এবার চলুন যেনে নেওয়া যাক জন্মনিবন্ধন কি কাজে লাগে।

জন্মনিবন্ধন কি কাজে লাগে?

একজন ব্যাক্তির ক্ষেত্রে তাঁর পরিচয় এবং বয়সনির্ধারণ করার জন্য ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষ গননার জন্য জন্মনিবন্ধন অত্তান্ত জরুরী।

* ব্যাক্তির চিকিৎসা করার জন্য।
* ব্যাক্তির শিক্ষা প্রতিষ্ঠানের জন্য।
* ব্যাক্তির বিবাহ করার জন্য।
এসকল ক্ষেত্রে ব্যাক্তির বয়স জানা অপরিহার্য। এই অপরিহার্য মেটাতেই জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন করা গুরুত্বপূর্ণ। 

৩১ ডিসেম্বর ২০০৮ সালের পর থেকে সব-রকম সেবা পেতে হলে তার জন্মনিবন্ধন দেখানো আইনাগত বাধ্যতা মুলক করা হয়েছে।

জন্মনিবন্ধন দিয়ে কি কি করা যাবে?

জন্মনিবন্ধন দিয়ে যেসকল কাজ গুলো সম্পুর্ণ করতে পারবেন।

(১) বিবাহ নিবন্ধন।
(২) পার্সপোর্ট ইস্যু।
(৩) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি।
(৪) ভোটার তালিকা।
(৫) সরকারী, বেসরকারী অথবা স্বায়ত্বশাসিত সংস্থায়নিয়োগদান।
(৬) ড্রাইভিং লাইসেন্স।
(৭) ব্যাংক অ্যাকাউন্ট খোলা।
(৮) জমি রেজিস্ট্রেশন।
(৯) পানি বিল, গ্যাস বিল , টেলিফোন বিল, বিদ্যুৎ সংযোগ ও বিল পরিশোধ সুমহ কাজ করতে পারবেন।
(১০) আমদানি এবং রপ্তানি লাইসেন্স।

তো আমরা যেনে নিলাম জন্মনিবন্ধন কি ও জন্মনিবন্ধনের কাজ গুলো কি এবং কি কি কাজে প্রয়োজন হয়।

চলুন এবার যেনে নেওয়া যাক কিভাবে জন্মনিবন্ধন অনলাইন আছে কি না চেক করবো?

তো চলুন শুরু করা যাক।
প্রথমে চলে যাবেন আপনার মোবাইল ফোনের ব্রাউজারে।
যেকোনো ব্রাউজার যেমনঃ

• Chorme
• Edge
• Mozila Fire fox
• Opera
• Borwser
• Via Broser

এরকম অনেক ব্রাউজার পাবেন যেকোনো ১টা ব্রাউজারে যাবেন। আমি আমার মোবাইল ফোনের ব্রাউজারে যাচ্ছি। আমি সার্চ অফশনে গিয়ে সার্চ করতিছি Check online birth certificate আপনারাও সার্চ করবেন।
[স্কিন-শোট দেখুন]


উপরে Check online birth certificate করার পর এরকম ১টা অফশন আসবে। আপনারা Birth and death verification এ ক্লিক করবেন।
[স্কিন-শোট দেখুন]


ক্লিক করার পর এরকম ১টা ইন্টারফেস আসবে। প্রথম বক্সে আপনার জন্মনিবন্ধন নাম্বার দিবেন অবশ্যই জন্মিবন্ধনটির নাম্বার ১৭ ডিজিটের হতে হবে। এবং নিচে আপনার জন্ম তারিখ সাল ও মাস দিতে হবে যেমন প্রথমে সাল পরে মাস ও পরে তারিখ নিচে যোগফল অথবা বিয়োগ ফল দিয়ে Search অফশনে ক্লিক করে দিবেন। 
[স্কিন-শোট দেখুন]


সব কিছু ঠিক-ঠাক হয়ে গেলেই Saerch অফশনে ক্লিক করবেন এবং দেখবেন আপনার সকল ডুকোমেন্টস্ আপনি পেয়ে যাবেন। 
[স্কিন-শোট দেখুন]


আজকের জন্য এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর হ্যাঁ নেক্সট টিউটোরিয়াল কি বিষয় নিয়ে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন খোদা হাফেজ।

Post a Comment

Previous Post Next Post