আসসালামু-ওয়ালাইকুম প্রিয় পাঠক।আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো তা টাইটেল ও থাম্বলাইন দেখে বুঝে গেছেন।
অনেকেই অনেক সিম ব্যবহার করেন থাকেন। কিন্ত মনে থাকে আপনার ব্যবহার করা সিমটি আপনার আইডি কার্ডে রেজিস্ট্রিশন করা নাকি আপনার পরিবারের কারো বা আপনার আইডি কার্ডে মোট কয়টা সিম রেজিস্ট্রিশন করা সেটাও ভুলে গেছেন। তো চলুন যেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার সিম টি চেক করবেন।
প্রথমে চলে যান আপনার ফোনের ডায়াল প্যাডে। বাটন ফোন হলে লক খুলেই ডায়াল করা শুরু করতে পারবেন।ডায়াল প্যাডে ডায়াল করবেন *16001#
ডায়াল করার পর আপনার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা দিবেন এবং কন্টিনিউ করবেন ভুল হলে বলবে আপনার Id কার্ডের নাম্বারের সাথে আপনার সিম কার্ড রেজিস্ট্রিশন মেচ করে নি। অতপর আপনি পরিবারের কারো আইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারেন।
[স্কিন-শোট দেখুন]
E-SIM কি? এটার কাজ কি? এটা কিভাবে কাজ করে?
এখানে আপনার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা দেবার পর এরকম ১ টি SMS সাথে সাথে পেয়ে যাবেন এবং কয়টি সিম রেজিস্ট্রিশন করা। যেগুলো সিম আপনার আইডি কার্ডের দ্বারা রেজিস্ট্রিশন করা সব গুলো সিমেট নাম্বারের শেষ ৩ সংখ্যার নাম্বার আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
[স্কিন-শোট দেখুন]
তো প্রিয় পাঠক এভাবে আপনারা আপনার সিম টি যাচাই করতে পারবেন। আশা করি টিউটোরিয়াল টি ভালো লেগেছে।
পরবর্তী আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য ট্রিক্স নিয়ে, অন্য সময়ে, অন্য রকম কিছু নিয়ে।
ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
01829766191
ReplyDelete01829766191
ReplyDeleteMD JABED
ReplyDeletePost a Comment