কিভাবে আপনি ফ্রীতে IP নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ইনকাম করতে পারবেন।


আসসালামু-ওয়ালাইকুম সু-প্রিয় দর্শক।

সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। 

বরাবরের মতো আমি আজকে নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম। কি সম্পর্কে আজকের পোষ্ট টা হবে তা টাইটেল দেখে অবশ্য বুঝেই গিয়েছেন। তো চলুন শুরু করা যাক। 

তো আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রীতে IP Address নিবেন কোনো প্রকার VPN Software, Apk ছাড়াই।

১। প্রথমে চলে যান আপনার ফোনের Settings এ।

২। অতপর দেখুন More Settings নামে ১টা অফশন আছে আমার vivo ফোন তাই সামনে দেখাচ্ছে অনেক সময় অনেকের ফোনে Personal Hotspot এর ভেতরে থাকে তো সবাই খুজে বের করবেন অথবা Settings এ সার্চ অফশন থাকলে সার্চ করবেন VPN,  তো চলে যাই ৩য় অফশনে। 




৩। More Settings ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন VPN ওখানে ক্লিক করবেন।




৪। লেখা আছে Add VPN Network অনেকের  অনেক ফোনে লেখা থাকে Add Profile তো তারা Add Profile এ ক্লিক করবেন। আমার Add VPN Network লেখা টা আসছে তাই আমি Add VPN Network এ ক্লিক করলাম।


৫। লক্ষ্য করুন ১টা ফরমের মতো চলে আসছে যা আমাদের ভরাট করতে হবে। 





৬। দেখুন ওখানে লেখা আছে Type অথবা PPTP লেখা দেখা যাচ্ছে। আপনারা সবাই PPTP লেখার উপর ক্লিক করুন।



৭। তারপর দেখুন কিছু ফরম পুরন করতে হবে।
চলে যা আপনার Chorme অথবা আপনার ফোনের যেকোনো ১টি ব্রাউজারে সার্চ করুন vpngate.net অথবা এখানে ক্লিক করুন।


৮। সার্চ করার এরকম ১টি ইন্টারফেস আসবে। আপনারা একটু জুম করুন  এবং লক্ষ্য করুন কয়েক টা টিক মার্ক দেওয়া আছে। 

• SoftEther VPN (SSL-VPN) এটায় টিক মার্ক দেওয়া আছে।
• L2TP/IPsec  এটায় টিক মার্ক দেওয়া আছে। 
• OpenVPN এটায় টিক মার্ক দেওয়া আছে।
• MS-SSTP এটায় টিক মার্ক দেওয়া আছে। 




৯। আপনারা সব টিক মার্ক তুলে ফেলবেন এবং শুধু মাত্র L2TP/IPsec টিক মার্ক দিবেন।


এবং পাশে দেওয়া আছে দেখুন একটু জুম করে দেখুন Refresh Server List ওখানে ক্লিক করে Refresh করে নিন।


১০। এবার দেখুন কত সার্ভার চলে আসছে। তো আমি ১টি Japan এর সার্ভার কানেক্ট করবো। 




কানেক্ট করতে যা করতে হবে।
সবার উপরে একটু জুম করুন 
তারপর কপি করি নেন। আমি কপি করে নিয়েছি। এবার চলে যান আপনার ফোনের Settings এ।



• Name :  এর যায়গায় দিবেন আপনি কোন দেশের IP Address ব্যবহার করছেন সেই দেশের নাম।

এবং Server Address এর ওখানে আপনি একটু আগে যা কপি করলেন তা Paste করে দিবেন।
আমি Paste করে দিয়েছি দেখুন

নিচে খেয়াল করুন IPSec Pre-share এখানে কি দিবেন প্রশ্ন ১টা রয়ে গেলো তাই না। ওখানে দিবেন vpn ছোট অক্ষরের।

এবং নিচে Username এবং Password  দিবেন vpn মনে রাখবেন Username  এবং Password দু'টো একই এবং ছোট অক্ষরের।

অতপর ক্লিক করুন Done অথবা Save যার ফোনে যেনন লেখা আছে।





দেখুন কানেক্ট হয়ে গেলো।
মনে রাখবেন VPN ব্যবহার অবস্থায় ফোনের লোকেশন অন রাখবেন না।


তো অবশ্য দেখতে পেলেন কানেক্ট হয়ে গেলো।


পোষ্ট-টি না বুঝলে Youtube এ ভিডিও দেওয়া আছে দেখতে নিচে ক্লিক করুন




তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন।



Post a Comment

Previous Post Next Post